অধ্যক্ষের বাণী ও সংক্ষিপ্ত জীবনী
অধ্যক্ষের বাণী ও সংক্ষিপ্ত জীবনী
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত অভিভাববৃন্দ, শুভানুধ্যায়ী ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। বাংলায় শিক্ষা শব্দটি এসেছে শাস ধাতু থেকে, যার অর্থ শাসন করা বা উপদেশ প্রদান। এই শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education যা সংগৃহীত ল্যাটিন প্রতিশব্দ Educare বা Educatum হতে, যার অর্থ To lead out অর্থাৎ ভেতরের সুপ্ত সম্ভাবনাকে বা্রে বাইরে করা বা বিকশিত করা। আরো সুন্দরভাবে বলতে পারি, শিক্ষা হলো কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ প্রদান করা। আর এই উৎসাহ প্রদানের গুরুদায়িত্ব ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়ে সুদীর্ঘ ৩৫ বছর ধরে অত্যন্ত সুচারুরুপে সম্পাদন করে চলেছে বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আর তাই বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ আজ নাঙ্গলকোটের অভিভাবকমহলে ব্যাপকভাবে সমাদৃত। এরই ধারাবাহিকতায় ১৯৯৫ শিক্ষাবর্ষে সংযোজিত হলো একাদশ/দ্বাদশ শ্রেণিতে। এতে করে প্রতিষ্ঠানের সাফল্যগাথাঁয় সংযোজিত হলো আরো একটি সোনালী অধ্যায়। একজন শিক্ষার্থীর মেধা পরিপূর্ন বিকাশের জন্য পাঠ্যপুস্তকের বাইরেও একটি শিক্ষার প্রয়োজন। সৃজনশীল কাজের মাধ্যমে ব্যক্তির বিকাশ ঘটে। বর্তমানে আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থার নামান্তর ‘সৃজনশীল’ শিক্ষা যা বিশ্বে Interactive Creative Learning নামে জনপ্রিয় ।এই Creative Learning হলো বহুমাত্রিক শিক্ষা পদ্ধতি। শিক্ষার্থীর বিষয়ভিত্তিক সৃজনশীল দক্ষতা বাড়াতে, তাদের সৃজনশীলতার যথাযথ বহিঃপ্রকাশ ঘটাতে নিরলস পরিশ্রম করে চলেছে এই বিদ্যাপীঠের একঝাঁক অভিজ্ঞ, দক্ষ, আন্তরিক, কর্মঠ ও সৃজনশীল শিক্ষকমন্ডলী। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঠিক মেধা বিকাশে, তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনাকে বিকশিত করার নিমিত্তে যুগোপযোগী গুরুদায়িত্ব পালন করবে। তাদেরকে দেশের দক্ষ এবং সুনাগরিক রুপে গড়ে উঠতে প্রত্যক্ষ সহায়তা প্রদান করবে বলে আমার দৃঢ় প্রত্যাশা। আমার বিশ্বাস সম্মানিত অভিভাবকবৃন্দ ও আপনার সন্তানকে আমাদের পাশে পাবো।হ।শুভ নববর্ষ।